হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২০৬৪

পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য “রাতের খাবার খেতে তাড়াহুড়া করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো যখন কোন ব্যক্তির কাছে খাবার পরিবেশন করা হয়

২০৬৪. নাফি‘ রহিমাহুল্লাহ বলেন, “যখন সূর্য অস্ত যেতো এবং রাত স্পষ্ট হতো, তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু কোন কোন সময় সিয়ামরত অবস্থায় রাতের খাবার আগে খেতেন। এসময় মুয়ায্যিন আযান ও ইকামত দিতেন, তিনি তা শুনতে পেতেন কিন্তু তিনি খাবার ত্যাগ করতেন না, তাড়াহুড়াও করতেন না তারপর তিনি বের হয়ে সালাত আদায় করতেন এবং বলতেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের খাবার খেতে তাড়াহুড়া করবে না, যখন তোমাদের কাছে খাবার পরিবেশন করা হয়।”[1]

ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ) أَرَادَ بِهِ إِذَا قُدِّمَ ذَلِكَ عَلَى الْمَرْءِ

2064 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَبَيَّنَ لَهُ اللَّيْلُ فَكَانَ أَحْيَانًا يقدِّم عَشَاءَهُ وَهُوَ صَائِمٌ والمؤذِّن يُؤَذِّنُ ثُمَّ يُقِيمُ وَهُوَ يَسْمَعُ فَلَا يَتْرُكُ عَشَاءَهُ وَلَا يُعَجِّلُ حَتَّى يَقْضِيَ عَشَاءَهُ ثُمَّ يَخْرُجَ فَيُصَلِّيَ وَيَقُولُ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُم إِذَا قُدِّمَ إليكم) الراوي : نَافِعٌ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 2064 | خلاصة حكم المحدث: صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ