হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২২৮২
পরিচ্ছেদঃ কোমরে হাত রেখে সালাত আদায় করার ব্যাপারে নিষেধাজ্ঞা
২২৮২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৪৫; নাসাঈ: ২/১২৭; সুনান বাইহাকী: ২/২৮৭; মুসনাদ আহমাদ: ২/২৩২; দারেমী: ১/৩৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪৭-৪৮; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯০৮; হাকিম: ১/২৬৪; বাগাবী: ৭৩০; আত তায়ালিসী: ২৫০০।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ৯০৯)
ذِكْرُ الزَّجْرِ عَنِ اخْتِصَارِ الْمَرْء فِي صَلَاتِهِ
2282 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ هِشَامٍ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إن يُصَلِّيَ الرجل مختصراً الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 2282 | خلاصة حكم المحدث: صحيح - ((صفة الصلاة)) , ((التعليق على صحيح ابن خزيمة)) (909): ق.