হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৭০৭
পরিচ্ছেদঃ (২৭) মেয়েদের সফর করা প্রসঙ্গে
২৭০৭. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন নারী মাহরাম ছাড়া তিন দিনের বেশি সফর করবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৪০; আবূ দাঊদ: ১৭২৬; ইবনু মাজাহ: ২৮৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫১৯; সুনান বাইহাকী: ৩/১৩৮; বাগাবী: ১৮৫০; দারেমী: ২/২৮৬; তিরমিযী: ১১৬৯।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫১৮)
27 - فَصْلٌ فِي سَفَرِ الْمَرْأَةِ
2707 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ ذَكْوَانَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (لا تُسَافِرِ الْمَرْأَةُ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ إِلَّا مَعَ ذي محرم) الراوي : أَبُو سَعِيدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 2707 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (1518): م، ق مختصراً.