১৫৭

পরিচ্ছেদঃ ৪/২২. উযূর মধ্যে একবার করে ধৌত করা।

১৫৭. ইবনু ‘আব্বাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উযূতে একবার করে ধুয়েছেন। (আধুনিক প্রকাশনীঃ ১৫৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৫৯)

بَاب الْوُضُوءِ مَرَّةً مَرَّةً.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَرَّةً مَرَّةً‏.‏‏


Narrated Ibn `Abbas: The Prophet (sallallahu ‘alaihi wa sallam) performed ablution by washing the body parts only once.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ