৩৭৬

পরিচ্ছেদঃ

৩৭৬। নিকটজনরা উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার।

এ বাক্যে হাদীসটির কোন ভিত্তি নেই।

যেমনভাবে সে দিকে সাখাবী “মাকাসিদুল হাসানা” গ্রন্থে (পৃ. ৩৪) ইঙ্গিত করেছেন। তাদের কেউ ধারণা করেছেন যে, এটি আয়াত! কিন্তু কুরআনে আল্লাহ বলেনঃ

قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

অর্থঃ “আপনি বলে দিন তোমরা পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনদের জন্য উত্তম যা খরচ করবে” (সূরা বাকারাঃ ২১৫)

الأقربون أولى بالمعروف لا أصل له بهذا اللفظ - كما أشار إليه السخاوي في " المقاصد " (ص 34) ، وبعضهم يتوهم أنه آية وإنما في القرآن قوله تعالى (قل ما أنفقتم من خير فللوالدين والأقربين)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ