লগইন করুন
পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - ঘুম থেকে জাগ্রত ব্যক্তির দু’হাতের তালু কোন পাত্রে প্রবেশ করার পূর্বে ধৌত করা আবশ্যক
৩৮। আবূ হুরাইরা (রাঃ) আরো বর্ণনা করেন, ’তোমাদের কেউ যেন ঘুম থেকে উঠে তিনবার তার হাত ধুয়ে না নেয়ার পূর্বে পানির পাত্রে না ডুবিয়ে দেয়। কেননা, সে তো জানে না যে, ঘুমের অবস্থায় তার হাত কোথায় ছিল।”[1]
وَعَنْهُ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسُ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدَهُ». مُتَّفَقٌ عَلَيْهِ. وَهَذَا لَفْظُ مُسْلِمٍ - صحيح. رواه البخاري (162)، ومسلم (278)
Narrated Abu Huraira (rad):
Allah’s Messenger (ﷺ) said: “When one of you wakes up from his sleep, he must not put his hand in a utensil till he washed it three times, for he does not know where his hand was (while he slept)”. [Agreed upon. This is Muslim’s version].