৭৩৮

পরিচ্ছেদঃ

৭৩৮। তোমরা নীল বর্ণ বিশিষ্ট নারীকে বিয়ে কর। কারণ তাদের মধ্যে বরকত রয়েছে।

হাদীছটি জাল।

এটিকে আল-ওয়াহেদী "আল-ওয়াসীত" (৩/১১৫/২) গ্রন্থে ইসহাক ইবনু জাফার ইবনু মুহাম্মাদ হতে ... বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে এই আল-কাহেলী। তিনি জালকারী যেমনটি একটি হাদীছ পূর্বে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে।

تزوجوا الزرق فإن فيهن يمنا موضوع - رواه الواحدي في " الوسيط " (3 / 115 / 2) عن إسحاق بن بشر الكاهلي: حدثني عبد الله بن إدريس المدني عن جعفر بن محمد عن أبيه عن جده مرفوعا قلت: وهذا إسناد موضوع آفته الكاهلي وهو وضاع كما سبق قبل حديث


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ