৯৯১

পরিচ্ছেদঃ ১৬. শহীদ ব্যক্তির গোসল

রেওয়ায়ত ৩৬. আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বর্ণনা করেন উমর ইবন খাত্তাব (রাঃ)-কে গোসল করান হইয়াছিল, কাফন পরান হইয়াছিল এবং তাঁহার জানাযাও পড়া হইয়াছিল অথচ আল্লাহ্‌র মেহেরবানীতে আল্লাহ্‌র পথে তিনি শাহাদাত বরণ করিয়াছিলেন (আল্লাহ্‌ তাঁহার উপর রহমত নাযিল করুন)।

بَاب الْعَمَلِ فِي غَسْلِ الشَّهِيدِ

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غُسِّلَ وَكُفِّنَ وَصُلِّيَ عَلَيْهِ وَكَانَ شَهِيدًا يَرْحَمُهُ اللَّهُ


Yahya related to me from Malik from Nafi from Abdullah ibn Umar that Umar ibn al-Khattab was washed and shrouded and prayed over, yet he was a martyr, may Allah have mercy on him .


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ