কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২১৫৬
পরিচ্ছেদঃ ১৯. মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ
২১৫৬. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: আবূ দাউদ, আশরিবাহ ৩৭১৯; ইবনু আবী শাইবা ৮/২০৭-২০৮ নং ৪১৮০; তাবারাণী, আল কাবীর ১১/৩০৬ নং ১১৮১৯, ১১৮২১; আহমাদ ১/২২৬, ২৯৩, ৩২১; তিরমিযী, আতইমাহ ১৮২৬; বুখারী, আশরিবাহ ৫৬২৯; বাগাবী, শারহুস সুন্নাহ নং ৩০৪০; ইবনু মাজাহ, আশরিবাহ ৩৪২১; আরও দেখুন, মুসনাদুল মাউসিলী নং ২৩৮০, ২৪৯৬ ও সহীহ ইবনু হিব্বান নং ৫৩১৬ এবং মাওয়ারিদুয যাম’আন নং ১৩৬৮।
بَاب فِي النَّهْيِ عَنْ الشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ
أَخْبَرَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ أَخْبَرَنَا قَتَادَةُ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُشْرَبَ مِنْ فِي السِّقَاءِ