২২৭

পরিচ্ছেদঃ কাপড় পরিধান করে নামায পড়া ওয়াজিব

২২৭) উমার বিন আবু সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাত্র একটি কাপড় পরিধান করে নামায পড়েছেন। তবে কাপড়ের দু’কিনার দু’কাঁধের উপর রাখা ছিল। ডান কিনারা বাম কাঁধের উপর এবং বাম কিনারা ডান কাঁধের উপর।

بَاب وُجُوبِ الصَّلَاةِ فِي الثِّيَابِ

২২৭- عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ

It is obligatory to wear clothes while offering As-Salat (the prayers)


Narrated `Umar bin Abi Salama: The Prophet (ﷺ) prayed in one garment and crossed its ends.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ