২৭৫৩

পরিচ্ছেদঃ যেই হাদীস প্রমাণ করে যে, উল্লেখিত হাদীস সাধারণ অর্থবোধক শব্দ দ্বারা সর্ব সাধারণ উদ্দেশ্য নয়; বরং কিছু উদ্দেশ্য

২৭৫৩. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পাঠ করে সাজদা করেন অতঃপর কওমের মধ্যে একজন ব্যক্তি ছাড়া বাকি সবাই সাজদা করে। সেই ব্যক্তি এক মুষ্টি নুড়ি পাথর হাতে নিয়ে তা কপালের উপর রেখে বলে, “আমার জন্য এটাই যথেষ্ট।”

 আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “পরবর্তীতে আমি দেখেছি, সেই লোক কাফের অবস্থায় মারা গিয়েছে।”[1]

ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عُمُومَ هَذَا الخبر أريد به بَعْضُ الْعُمُومِ لَا الْكُلُّ

2753 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنْ شُعْبَةَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ فَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلَّا سَجَدَ إِلَّا رَجُلٌ وَاحِدٌ أَخَذَ كَفًّا مِنْ حَصًى فَوَضَعَهُ عَلَى جَبْهَتِهِ وَقَالَ يَكْفِينِي. قَالَ عَبْدُ الله: فلقد رأيته بعدُ قُتِلَ كافراً. الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 2753 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (1276): ق.