হানযালা আল কাতেব (রাঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ১৩) পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উহার প্রতি যত্নবান হওয়া এবং উহা ওয়াজেব হওয়ার ব্যাপারে ঈমান রাখার প্রতি উদ্বুদ্ধকরণ

৩৮১. (হাছান লি গাইরিহী) হানযালা আল কাতেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একথা বলেছেনঃ ’’যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযের প্রতি যত্নবান হবে অর্থাৎ তার রুকু, সেজদাগুলোকে যথাযথভাবে আদায় করবে এবং সময়মত নামায আদায় করবে, আর এ কথা জেনে নিবে যে এই নামাযগুলো হক্ব বা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরয। তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। অথবা তিনি বলেন তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে অথবা তিনি বলেন তার জন্যে জাহান্নাম হারাম হয়ে যাবে।’’

(এ হাদীছটি ইমাম আহমাদ উত্তম সনদে বর্ণনা করেছেন ৪/২৬৭)

الترغيب في الصلوات الخمس والمحافظة عليها والإيمان بوجوبها

(حسن لغيره) و عَنْ حَنْظَلَةَ الْكَاتِبِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ: "مَنْ حَافَظَ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ: رُكُوعِهِنَّ، وَسُجُودِهِنَّ، وَمَوَاقِيتِهِنَّ، وَعَلِمَ أَنَّهُنَّ حَقٌّ مِنْ عِنْدِ اللهِ، دَخَلَ الْجَنَّةَ " أَوْ قَالَ: " وَجَبَتْ لَهُ الْجَنَّةُ أو قال حُرِّمَ عَلَى النَّارِ. رواه أحمد


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ হানযালা আল কাতেব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে