পরিচ্ছেদঃ রান্না করা জিনিস আমরা যা বর্ণনা করলাম, তার বিধানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর রাসূল ও উম্মতের মাঝে ব্যবধান করেছেন
২০৯০. উম্মু আইয়ূব রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে মেহমান হন, আমরা তাঁর জন্য খাবার তৈরি করি, যাতে কিছু শব্জি ছিল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের বলেন, “তোমরা খাও। কেননা আমি তোমাদের কারো মতো নই। আমি ভয় করি যে, হয়তো আমি আমার সঙ্গীকে কষ্ট দিয়ে ফেলবো।”[1]
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৮৪)
ذِكْرُ مَا خَصَّ اللَّهُ جَلَّ وَعَلَا رَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وفرَّق بَيْنَهُ وَبَيْنَ أُمَّتِهِ فِي أَكْلِ مَا وَصَفْنَاهُ مَطْبُوخًا
2090 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَامَةَ: عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ عَنْ أَبِيهِ: عن أبي أيوب الأنصاري قال قالت أم أيوب: نَزَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَكَلَّفْنَا لَهُ طَعَامًا فِيهِ بَعْضُ الْبُقُولِ فَقَالَ لِأَصْحَابِهِ: (كُلُوا فَإِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ إني أخاف أن أوذي صاحبي)
الراوي : أم أَيُّوبَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان