পরিচ্ছেদঃ
বাইশ.
( ذاكر الله في رمضان مغفور له )
“রমযানে আল্লাহকে স্মরণকারী ক্ষমা প্রাপ্ত”। হাদিসটি উল্লেখ করেছেন সুয়ূতি “জামেউস সাগির”: (৪৩১২) গ্রন্থে, “আওসাত” গ্রন্থে তিনি তাবরানির বরাতে উল্লেখ করেছন। হাদিসটি আরো উল্লেখ করেছেন বায়হাকি “শুআবূল ঈমান” গ্রন্থে। এ হাদিসের সনদে হিলাল ইবনু আব্দুর রহমান বিদ্যমান সে দুর্বল।
-
-
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
১/ বিবিধ হাদিসসমূহ