পরিচ্ছেদঃ ১১৩: পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ
২/৭৭০। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে বা তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। (তিরমিযী হাসান সহীহ)[1]
(113) بَابُ كَرَاهَةِ النَّفْخِ فِي الشَّرَابِ
وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه: أَنَّ النبيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ . رواه الترمذي، وقال: حديث حسن صحيح
(113) Chapter: Undesirability of Blowing into the Vessel while Drinking
Ibn 'Abbas (May Allah be pleased with them) reported:
The Prophet (ﷺ) prohibited us from breathing into the drinking vessel or blowing onto.
[At-Tirmidhi].