২৬৬৯
পরিচ্ছেদঃ ১৭৯৫. গাদিবিহীন ঘোড়ার পিঠে আরোহন
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ
২৬৬৯ , আন্তর্জাতিক নাম্বারঃ
২৮৬৬
২৬৬৯। আমর ইবনু আওন (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিবিহীন ঘোড়ার পিঠে আরোহণ করে লোকেদের সম্মুখে উপস্থিত হলেন; তাঁর কাঁধে ছিল ঝুলন্ত তলোয়ার।
باب رُكُوبِ الْفَرَسِ الْعُرْىِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه اسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ عُرْىٍ، مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ.
حدثنا عمرو بن عون، حدثنا حماد، عن ثابت، عن انس ـ رضى الله عنه استقبلهم النبي صلى الله عليه وسلم على فرس عرى، ما عليه سرج، في عنقه سيف.
Narrated Anas:
The Prophet (ﷺ) met them (i.e. the people) while he was riding an unsaddled horse with his sword slung over his shoulder.