১১৩

পরিচ্ছেদঃ

১১৩। অপবাদমূলক স্থানগুলো হতে বেঁচে চল।

এটির কোন ভিত্তি নেই।

হাদীসটি গাযালী “আল-ইহইয়া” গ্রন্থে (৩/৩১) উল্লেখ করেছেন। তার তাখরীজকারী হাফিয ইরাকী বলেনঃ হাদীসটির কোন ভিত্তি পাচ্ছি না। সুবকী “আত-তাবাকাত” গ্রন্থে (৪/১৬২) অনুরূপ কথাই বলেছেন। এছাড়া একইভাবে মওকুফ হিসাবে বর্ণনা করা হয়েছে। দেখুন যুবাইদীর “শারহুল ইহইয়া” গ্রন্থ (৭/২৮৩)

اتقوا مواضع التهم
لا أصل له

-

أورده الغزالي في " الإحياء " (3 / 31) وقال مخرجه الحافظ العراقي، لم أجد له أصلا
وكذا قال السبكي في " الطبقات " (4 / 162) ، وقد روي موقوفا نحوه فانظر " شرح الإحياء " للزبيدي (7 / 283)

اتقوا مواضع التهم لا اصل له - اورده الغزالي في " الاحياء " (3 / 31) وقال مخرجه الحافظ العراقي، لم اجد له اصلا وكذا قال السبكي في " الطبقات " (4 / 162) ، وقد روي موقوفا نحوه فانظر " شرح الاحياء " للزبيدي (7 / 283)
হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ