২৪২

পরিচ্ছেদঃ

২৪২। তোমরা তোমাদের হৃদয়গুলোকে কম হাসি এবং কম তৃপ্তি দ্বারা জীবন্ত-জাগ্রত কর এবং ক্ষুধা দ্বারা সেগুলোকে পবিত্র কর, তাহলে তা ছোট এবং পাতলা হবে।

হাদীসটির কোন ভিত্তি নেই।

যেমনভাবে হাফিয ইরাকী “তাখরীজুল ইহইয়া” গ্রন্থে (৩/৭৩) এবং তাজুস সুবকী “তাবাকাতুল কুবরা” গ্রন্থে (৪/১৬৩) অবহিত করেছেন।

أحيوا قلوبكم بقلة الضحك وقلة الشبع، وطهروها بالجوع تصغر وترق
لا أصل له

-

كما يفيده الحافظ العراقي في " تخريج الإحياء " (3 / 73) ، والتاج السبكي في " الطبقات الكبرى " (4 / 163)

احيوا قلوبكم بقلة الضحك وقلة الشبع، وطهروها بالجوع تصغر وترق لا اصل له - كما يفيده الحافظ العراقي في " تخريج الاحياء " (3 / 73) ، والتاج السبكي في " الطبقات الكبرى " (4 / 163)
হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ