পরিচ্ছেদঃ ৪৬. নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করা প্রসঙ্গে
১৬৯৬। জুবাইর ইবনু মুত্বঈম (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلي الله عليه وسلم قَالَ " لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ " .
- صحيح : ق
Jubair bin Mut’im reported on the authority of his father:
The Prophet(ﷺ) said: Anyone who cuts off relationship from his nearest relatives will not enter Paradise.