পরিচ্ছেদঃ ১৩৭. অনুমতি চাওয়া সম্পর্কে
৫১৭৩। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চোখ প্রবেশ করলে এরপর অনুমতি নেয়ার দরকার থাকলো কই![1]
দুর্বলঃ যঈফাহ হা/ ২৫৮৬।
بَابٌ فِي الِاسْتِئْذَانِ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ يَعْنِي ابْنَ بِلَالٍ، عَنْ كَثِيرٍ، عَنِ الْوَلِيدِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا دَخَلَ الْبَصَرُ فَلَا إِذْنَ
ضعيف، الضعيفة (٢٥٨٦)
Narrated AbuHurayrah:
The Prophet (ﷺ) said: When one has a look into the house, then there is no (need of) permission.