পরিচ্ছেদঃ
৮৫২। হাদীস নং ৫৬৬ দ্রষ্টব্য।
৫৬৬। আলী (রাঃ) থেকে বৰ্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যদি মুসলিমদের সাথে পরামর্শ ব্যতীত কাউকে আমীর নিযুক্ত করতাম, তবে ইবনে উম্মু আবদকে করতাম।
হাদিসের মানঃ
যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ