পরিচ্ছেদঃ প্রস্রাব-পায়খানার আদব সংক্রান্ত
(৫৪৯) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন (প্রস্রাব-পায়খানার পর) ঢেলা ব্যবহার করে, তখন সে যেন বেজোড় ঢেলা ব্যবহার করে।
عَن جَابِرٍ بْنِ عَبْدِ اللهِ قال قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيُوتِرْ
عن جابر بن عبد الله قال قال رسول الله ﷺ اذا استجمر احدكم فليوتر
(মুসলিম ৫৮৮ প্রমুখ)