পরিচ্ছেদঃ শয়তানকে গালি
(২১০২) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শয়তানকে গালি দিয়ো না; বরং ওর অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর।
وَعَنْ أَبِيْ هُرَيْرَة قَالَ قَالَ رَسُوْل اللهِ ﷺ لاَ تَسُبُّوا الشَّيْطَانَ وَتَعَوَّذُوا بِالله مِنْ شَرِّهِ
وعن ابي هريرة قال قال رسول الله ﷺ لا تسبوا الشيطان وتعوذوا بالله من شره
(সহীহুল জামে ৭৩১৮)