পরিচ্ছেদঃ লোভ-লালসা
(২১৯৭) আব্দুল্লাহ বিন মাসঊদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন লোভী তৃপ্ত হয় না; জ্ঞানলোভী ও ধনলোভী।
عَنْ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْهُومَانِ لا يَشْبَعَانِ طَالِبُهُمَا: طَالِبُ عَلِمٍ، وَطَالِبُ الدُّنْيَا
عن عبد الله، قال: قال رسول الله ﷺ منهومان لا يشبعان طالبهما: طالب علم، وطالب الدنيا
(ত্বাবারানী ১০২৩৫, সহীহুল জামে’ ৬৬২৪)