২২১২

পরিচ্ছেদঃ দাস-দাসী, পশু, নিজ স্ত্রী অথবা ছেলেমেয়েকে শরয়ী কারণ ছাড়া আদব দেওয়ার জন্য যতটুকু জরুরী তার থেকে বেশি শাস্তি দেওয়া নিষেধ

(২২১২) জাবের (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে একটি গাধা অতিক্রম করল, যার চেহারা দাগা হয়েছিল। তখন তিনি বললেন, যে এর চেহারা দেগেছে, তার প্রতি আল্লাহর অভিসম্পাত হোক।

অন্য এক বর্ণনায় আছে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় মারতে ও দাগতে নিষেধ করেছেন।

وَعَن جَابِرٍ: أَنَّ النَّبيَّ ﷺ مَرَّ عَلَيْهِ حِـمَارٌ قَدْ وُسِمَ فِـي وَجْهِهِ فَقَالَ لَعَنَ اللهُ الَّذِيْ وَسَمَهُ رواه مسلم وفي رواية لِـمُسْلمٍ أَيضاً: نَهَى رَسُوْلُ اللهِ ﷺ عَنِ الضَّرْبِ فِي الوَجْهِ وَعَنِ الوَسْمِ فِي الوَجْهِ

وعن جابر: ان النبي ﷺ مر عليه حـمار قد وسم فـي وجهه فقال لعن الله الذي وسمه رواه مسلم وفي رواية لـمسلم ايضا: نهى رسول الله ﷺ عن الضرب في الوجه وعن الوسم في الوجه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী