২২৩২

পরিচ্ছেদঃ দুর্নীতি, অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী

(২২৩২) ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাদের সময় অন্যায় দ্বারা অথবা কোন অত্যাচারীকে সাহায্য করে, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রোষে অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত সে তা থেকে বিরত না হয়।

عَنِ ابْنِ عُمَرَ قَـالَ قَـالَ رَسُوْلُ اللهِ صَلّٰـى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ: مَنْ أَعَـانَ عَلَـى خُصُومَةٍ بِظُلْمٍ ( أو يُعِيْنُ عَلٰـى ظُلْمٍ) لَمْ يَزَلْ فِي سَخَطِ اللهِ حَتّٰـى يَنْزِعَ

عن ابن عمر قـال قـال رسول الله صلـى الله عليه و سلم: من اعـان علـى خصومة بظلم ( او يعين علـى ظلم) لم يزل في سخط الله حتـى ينزع

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী