২৬৯৪
পরিচ্ছেদঃ শিশুর নাম
(২৬৯৪) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক এক সাহাবীর উপনাম ’আবুল হাকাম’ পরিবর্তন করে বলেছিলেন,
إِنَّ اللهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تُكْنَى أَبَا الْحَكَمِ
নিশ্চয় আল্লাহই ’হাকাম’ (বিচারক), সকল বিচার-ফায়সালা তাঁরই।
-
-
(আবু দাঊদ ৪৯৫৭, নাসাঈ ৫৩৮৭, হাকেম ৬২)