পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর কথাবার্তা
(২৭৯৭) তিনি আরো বলেন, ’তিনি এমন ভঙ্গিমায় কথা বলতেন, যদি গণনাকারী চাইত, তাহলে তা গণনা করতে পারত।’
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِـيَّ ﷺ كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لَأَحْصَاهُ
عن عاىشة رضي الله عنها ان النبـي ﷺ كان يحدث حديثا لو عده العاد لاحصاه
(বুখারী ৩৫৬৭, মুসলিম ৭৭০১)