পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২১) আবূ ক্বাতাদা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন।
وَعَنْ أَبِـيْ قَتَادَة أَنَّ النَّـبِـيَّ ﷺ نَهٰـى أنْ يُّـتَـنَـفَّـسَ فِـي الْإِنَاءِ متفق عَلَيْهِ
وعن ابـي قتادة ان النـبـي ﷺ نهـى ان يـتـنـفـس فـي الاناء متفق عليه
(বুখারী ৫৬৩০, মুসলিম ৬৩৮)