পরিচ্ছেদঃ সফরের সঙ্গীকে সাহায্য করা প্রসঙ্গে
(৩২০৬) উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে (সকলের) পিছনে চলতেন। তিনি দুর্বলকে চলতে সাহায্য করতেন এবং তাকে পিছনে বসিয়ে নিতেন ও তার জন্য দু’আ করতেন।
وَعَنْهُ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَتَخَلَّفُ فِي المَسِيرِ فَيُزْجِي الضَّعِيفَ وَيُرْدِفُ وَيَدْعُو لَهُ رواه أَبُو داود بإسناد حسن
وعنه قال : كان رسول الله ﷺ يتخلف في المسير فيزجي الضعيف ويردف ويدعو له رواه ابو داود باسناد حسن
(আবূ দাঊদ ২৬৪১ সহীহ সনদে)