পরিচ্ছেদঃ ৮. গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - জুনুবী গোসলের জন্য মনোযোগ আবশ্যক
১২৫। এবং আহমদে ’আয়িশা (রাঃ) কর্তৃক বর্ণিত আর হাদীসে এইরূপই রয়েছে, কিন্তু তাতে একজন মাজহুল (অপরিচিত) বর্ণনাকারী আছে।[1]
وَلِأَحْمَدَ عَنْ عَائِشَةَ نَحْوُهُ, وَفِيهِ رَاوٍ مَجْهُولٌ
-
ضعيف. رواه أحمد (654)
ولاحمد عن عاىشة نحوه, وفيه راو مجهول
-
ضعيف. رواه احمد (654)
[1] যঈফ, আহমাদ ৬৫৪
Ahmad transmitted a similar narration to the above, on the authority of `A'ishah (RAA), but this version has an unknown transmitter.
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ১ঃ পবিত্রতা (كتاب الطهارة)