৭৩৩

পরিচ্ছেদঃ ৪. ইহরাম ও তার সংশ্লিষ্ট কার্যাদি - ইহরামরত ব্যক্তির বিবাহ করা এবং বিবাহের প্রস্তাব দেয়ার বিধান

৭৩৩. উসমান বিন আফফান (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহরিম বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না ও কারো বিবাহ দিবে না এবং বিয়ের প্রস্তাবও দিবে না।[1]

وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ - رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «لَا يَنْكِحُ الْمُحْرِمُ, وَلَا يُنْكِحُ, وَلَا يَخْطُبُ». رَوَاهُ مُسْلِمٌ

-

صحيح. رواه مسلم (1409)

وعن عثمان بن عفان - رضي الله عنه: ان رسول الله - صلى الله عليه وسلم - قال: «لا ينكح المحرم, ولا ينكح, ولا يخطب». رواه مسلم - صحيح. رواه مسلم (1409)


'Uthman bin ’Affan (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) said:
“A Muhrim (one in the state of Ihram) must not contract marriage, nor help others contract marriage, nor get engaged to marry." Related by Muslim.

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ