৬৪২৮
পরিচ্ছেদঃ ২৮৮৫. আঙ্গুলের রক্তপণ
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ
৬৪২৮ , আন্তর্জাতিক নাম্বারঃ
৬৮৯৫
৬৪২৮। আদম (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, (দীয়তের ব্যাপারে) এটি এবং ওটি সমান। অর্থাৎ কনি ও বৃদ্ধাঙ্গূলি।
باب دية الأصابع
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ "، يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ.
حدثنا ادم، حدثنا شعبة، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " هذه وهذه سواء "، يعني الخنصر والابهام.
Narrated Ibn `Abbas:
The Prophet (ﷺ) said, "This and this are the same." He meant the little finger and the thumb.