৯৩

পরিচ্ছেদঃ ১১. সোনা-রূপার পাত্র সম্পর্কে

৯৩(২)। ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে যায়েদ (রহঃ) ... আবু বুরদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আমার পিতা আলী ইবনে আবু তালিব (রাঃ) এর নিকট গেলাম। তিনি আমাদের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ও রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। তিনি কাসসী (রেশম মিশ্রিত পোশাক), মীছারা (রেশম জাতীয় পোশাক) ও রেশমী কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতেও নিষেধ করেছেন।

بَابُ أَوَانِي الذَّهَبِ وَالْفِضَّةِ

نَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، نَا مُسْلِمُ بْنُ حَاتِمٍ الْأَنْصَارِيُّ بِالْبَصْرَةِ ، نَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ، نَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي بُرْدَةَ ، قَالَ : انْطَلَقْتُ أَنَا وَأَبِي إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، فَقَالَ لَنَا : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَهَى عَنْ آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ أَنْ يُشْرَبَ فِيهَا ، وَأَنْ يُؤْكَلَ فِيهَا ، وَنَهَى عَنِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ ، وَعَنْ ثِيَابِ الْحَرِيرِ ، وَخَاتَمِ الذَّهَبِ

نا يحيى بن محمد بن صاعد ، نا مسلم بن حاتم الانصاري بالبصرة ، نا ابو بكر الحنفي ، نا يونس بن ابي اسحاق ، عن ابي بردة ، قال : انطلقت انا وابي الى علي بن ابي طالب ، فقال لنا : ان رسول الله - صلى الله عليه وسلم - نهى عن انية الذهب والفضة ان يشرب فيها ، وان يوكل فيها ، ونهى عن القسي والميثرة ، وعن ثياب الحرير ، وخاتم الذهب

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)