৩২৬

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩২৬(১২). ইমাম দারাকুতনীর পিতা ... আবু কামিল (রহঃ) থেকে এ হাদীস বর্ণিত। আবু কামিল এককভাবে গুনদার থেকে এটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে তিনি সন্দেহে পতিত হয়েছেন। আর-রবী ইবনে বদরও তার অনুসরণে ইবনে জুরাইজ থেকে বর্ণনা করেছেন। তিনি হাদীসশাস্ত্রে পরিত্যক্ত রাবী। সঠিক হলোঃ ইবনে জুরাইজ-সুলায়মান ইবনে মূসা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে। আর-রবী ইবনে বদরের হাদীস নিম্নে বর্ণিত হলো।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

حَدَّثَنِي بِهِ أَبِي ، نَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْبَاغَنْدِيُّ ، ثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ بِهَذَا ، تَفَرَّدَ بِهِ أَبُو كَامِلٍ ، عَنْ غُنْدَرٍ ، وَوَهِمَ عَلَيْهِ فِيهِ ، تَابَعَهُ الرَّبِيعُ بْنُ بَدْرٍ - وَهُوَ مَتْرُوكٌ - ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، وَالصَّوَابُ : عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مُرْسَلًا فَأَمَّا حَدِيثُ الرَّبِيعِ بْنِ بَدْرٍ

حدثني به ابي نا محمد بن محمد بن سليمان الباغندي ثنا ابو كامل الجحدري بهذا تفرد به ابو كامل عن غندر ووهم عليه فيه تابعه الربيع بن بدر وهو متروك عن ابن جريج والصواب عن ابن جريج عن سليمان بن موسى عن النبي صلى الله عليه وسلم مرسلا فاما حديث الربيع بن بدر

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবু কামিল (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)