৭৮৪

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৭৮৪(২৩). ইয়াযদাদ ইবনে আবদুর রহমান (রহঃ) ... আর-রুবাঈ ইবনে সুবায়হ (রহঃ) থেকে এমন ব্যক্তির সূত্রে বর্ণিত যিনি আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন, মাসিক ঋতু দশ দিনের অধিক নয় (দারিমী, নং ৮৪১)।

حَدَّثَنَا يَزْدَادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا عَبْدُ السَّلَامِ ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ ، عَمَّنْ سَمِعَ أَنَسًا يَقُولُ : " لَا يَكُونُ الْحَيْضُ أَكْثَرَ مِنْ عَشَرَةٍ

حدثنا يزداد بن عبد الرحمن ، ثنا ابو سعيد الاشج ، ثنا عبد السلام ، عن الربيع بن صبيح ، عمن سمع انسا يقول : " لا يكون الحيض اكثر من عشرة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)