পরিচ্ছেদঃ ২০. জামায়াতে পুনরায় নামায পড়া
১০৫৫(৩). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইসমা ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামায পড়ার পর মসজিদে বসে থাকলেন। তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামায পড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে কি কোন ব্যক্তি যে উঠে দাঁড়িয়ে একে কিছু দান করতে পারে? তাহলে সে যেন এই লোকটির সঙ্গে নামায পড়ে।
بَابُ إِعَادَةِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا إِسْحَاقُ بْنُ دَاوُدَ بْنِ عِيسَى الْمَرْوَزِيُّ ، نَا خَالِدُ بْنُ عَبْدِ السَّلَامِ الصَّدَفِيُّ ، نَا الْفَضْلُ بْنُ الْمُخْتَارِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مَوْهِبٍ ، عَنْ عِصْمَةَ بْنِ مَالِكٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَدْ صَلَّى الظُّهْرَ وَقَعَدَ فِي الْمَسْجِدِ ، إِذْ دَخَلَ رَجُلٌ يُصَلِّي ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَلَا رَجُلٌ يَقُومُ فَيَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّي مَعَهُ