১০৭৪

পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা

১০৭৪(৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলকামা ইবনে ওয়াইল আল-হাদরামী (রহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামাযের মধ্যে তার বাম হাতের উপর তাঁর ডান হাত রাখতে দেখেছি।

بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَعُثْمَانُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ الْأَحْوَلُ ، قَالَا : نَا يُوسُفُ بْنُ مُوسَى ، نَا وَكِيعٌ ، نَا مُوسَى بْنُ عُمَيْرٍ الْعَنْبَرِيُّ ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَاضِعًا يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ

حدثنا الحسين بن اسماعيل ، وعثمان بن جعفر بن محمد الاحول ، قالا : نا يوسف بن موسى ، نا وكيع ، نا موسى بن عمير العنبري ، عن علقمة بن واىل الحضرمي ، عن ابيه ، قال : " رايت رسول الله - صلى الله عليه وسلم - واضعا يمينه على شماله في الصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)