পরিচ্ছেদঃ ৩৪/৫. গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম।
১২৬৪. ইবুন ’উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার মাংস খেতে নিষেধ করেছেন।
تحريم أكل لحم الحمر الإنسية
حديث ابْنِ عُمَرَ، قَالَ: نَهى النَّبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ لحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ
حديث ابن عمر، قال: نهى النبي صلى الله عليه وسلم عن اكل لحوم الحمر الاهلية
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৩৯, হাঃ ৪২১৭; মুসলিম, পর্ব ৩৪: শিকার, যবহ ও কোন্ প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ৫, হাঃ ৫২১