৭৯১

পরিচ্ছেদঃ ১৬. সালাতে তাশাহুদ পাঠ

৭৯১। ইসহাক ইবন ইবরাহীম ও ইবন আবু উমর (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে এ হাদিস বর্ণিত আছে। তিনি তার রেওয়ায়াতে বলেন, আল্লাহ তা’আলা তাঁর নবীর যবানীতে বলেছেন, "যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ্‌ তা শোনেন।"

باب التَّشَهُّدِ فِي الصَّلاَةِ ‏

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ "‏ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَضَى عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏

حدثنا اسحاق بن ابراهيم، وابن ابي عمر، عن عبد الرزاق، عن معمر، عن قتادة، بهذا الاسناد وقال في الحديث ‏ "‏ فان الله عز وجل قضى على لسان نبيه صلى الله عليه وسلم سمع الله لمن حمده ‏"‏ ‏.‏


This hadith has been transmitted by Qatida with the same chain of transmitters (and the words are):
" Allah, the Exalted and the Glorious, commanded it through the tongue of His Apostle (may peace be upon-him): Allah listens to him who praises Him."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ কাতাদাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৪/ কিতাবুস স্বলাত ( كتاب الصلاة)