২৭৫

পরিচ্ছেদঃ কেউ মসজিদে প্রবেশ করে দু’রাকআত নামায পড়ে নিবে

২৭৫) আবু কাতাদা সুলামী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে দু’রাকআত নামায পড়ে নেয়।

টিকাঃ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। অপর হাদীছে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমআর খুতবা চলাকালে এক সাহাবীকে দাঁড় করিয়ে তা পড়ার নির্দেশ দেন এবং সংক্ষেপ করতে বলেন। ফলে বয়ান শুনার দোহাই দিয়ে কিংবা লাল বাতি জ্বালিয়ে এ থেকে কাউকে বারণ করার কোন অধিকার নেই। তবে তা শুরু করার পর জামাআত দাঁড়িয়ে গেলে সুন্নাত ছেড়ে দিয়ে জামাআতে শামিল হবে। কিন্তু এই দুই রাকআতের শেষ রাকআতের রুকূ পর্যন্ত পৌঁছে গিয়ে থাকলে সুন্নাত শেষ করে জামাআতে শরীক হতে কোন বাধা নেই।

باب إِذَا دَخَلَ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ

২৭৫ـ عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ

২৭৫ـ عن ابي قتادة السلمي : ان رسول الله قال اذا دخل احدكم المسجد فليركع ركعتين قبل ان يجلس

If one entered a mosque, one should offer two Rak'a (Tahayyat-al-Masjid) before sitting


Narrated Abu Qatada Al-Aslami:

Allah's Messenger (ﷺ) said, "If anyone of you enters a mosque, he should pray two rak`at before sitting."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)