পরিচ্ছেদঃ ফজরের নামাযের ফজীলত
আলোকিত প্রকাশনী নাম্বারঃ
৩৪৯ , আন্তর্জাতিক নাম্বারঃ
৫৭৪
৩৪৯) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি দু’টি ঠান্ডাকালীন নামায আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আসর ও ফজরের নামায।
باب فَضْلِ صَلاَةِ الْفَجْرِ
৩৪৯ـ عَنْ أَبِي مُوسَى : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ. (بخارى:৫৭৪)
৩৪৯ـ عن ابي موسى : ان رسول الله قال من صلى البردين دخل الجنة. (بخارى:৫৭৪)
Superiority of the Fajr (early morning) prayer
Narrated Abu Bakr bin Abi Musa:
My father said, "Allah's Messenger (ﷺ) said, 'Whoever prays the two cool prayers (`Asr and Fajr) will go to Paradise.' "