পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান

৩৫৩) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা নামায পড়ার জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের অপেক্ষায় থেকোনা।

باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ

৩৫৩ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ لا تَحَرَّوْا بِصَلاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلا غُرُوبَهَا. (بخارى:৫৮২)

৩৫৩ـ عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله لا تحروا بصلاتكم طلوع الشمس ولا غروبها. (بخارى:৫৮২)

What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.


Ibn `Umar said, "Allah's Messenger (ﷺ) said, 'Do not pray at the time of sunrise and at the time of sunset.'