পরিচ্ছেদঃ মাগরিবের নামাযে স্বরবে কিরাআত পাঠ করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ
৪৩৪ , আন্তর্জাতিক নাম্বারঃ
৭৬৫
৪৩৪) জুবায়ের ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে সূরা তূর পড়তে শুনেছি।
باب الْجَهْرِ فِي الْمَغْرِبِ
৪৩৪ ـ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ. (بخارى:৭৬৫)
৪৩৪ ـ عن جبير بن مطعم قال: سمعت رسول الله قرا في المغرب بالطور. (بخارى:৭৬৫)
To recite aloud in the Maghrib prayer.
Narrated Jubair bin Mut`im:
My father said, "I heard Allah's Messenger (ﷺ) reciting "at-Tur" (52) in the Maghrib prayer."