পরিচ্ছেদঃ জুমআর দিন মেসওয়াক করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ
৪৯১ , আন্তর্জাতিক নাম্বারঃ
৮৮৮
৪৯১) আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি তোমাদেরকে মেসওয়াক সম্পর্কে অনেক উপদেশ দিয়েছি।
باب السِّوَاكِ يَوْمَ الْجُمُعَةِ
৪৯১ ـ عن أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ. (بخارى:৮৮৮)
৪৯১ ـ عن انس قال: قال رسول الله اكثرت عليكم في السواك. (بخارى:৮৮৮)
To clean the teeth with Siwak on Friday
Narrated Anas:
Allah's Messenger (ﷺ) said, "I have told you repeatedly to use the Siwak. (The Prophet (ﷺ) put emphasis on the use of the Siwak.)