পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস, যা প্রমাণ করে যে, আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর পুর্বোক্ত ব্যাপক অর্থবোধক হাদীস দ্বারা সম্পূর্ণ ব্যাপকতা উদ্দেশ্য নয়; বরং কিছু উদ্দেশ্য
২৯৭৯. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যারা বেঁচে আছে, একশ বছরের মাথায় কেউ বেঁচে থাকবে না।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ عُمُومَ خَبَرِ أَنَسِ بْنِ مَالِكٍ الَّذِي ذَكَرْنَاهُ أُريدَ بِهِ بَعْضُ ذَلِكَ الْعُمُومِ لأقوامٍ بِأَعْيَانِهِمْ دُونَ كُلِّيَّةِ عُمومه
2979 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا منكُم مِنْ نفسٍ مَنْفُوسةٍ يأتي عليها مئةُ سَنَةٍ وَهي حَيَّةٌ)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2979 | خلاصة حكم المحدث: صحيح- ((الروض)) ـ أيضاً ـ , ((صحيح الأدب المفرد)) (755): م.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহুল আদাব)