শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-মাঊন আয়াত সংখ্যাঃ 7 - মাক্কী

(1)

أَرَءَيْتَ

তুমি কি দেখেছ
Have you seen

ٱلَّذِى

(তাকে) যে
the one who

يُكَذِّبُ

মিথ্যা অভিহিত করে
denies

بِٱلدِّينِ

বিচার দিনকে
the Judgment?

(2)

فَذَٰلِكَ

সে তো সে-ই
Then that

ٱلَّذِى

যে
(is) the one who

يَدُعُّ

ধাক্কা দেয়
repulses

ٱلْيَتِيمَ

ইয়াতিমকে
the orphan

(3)

وَلَا

এবং না
And (does) not

يَحُضُّ

উৎসাহিত করে
feel the urge

عَلَىٰ

ব্যাপারে
to

طَعَامِ

খাদ্যদানের
feed

ٱلْمِسْكِينِ

অভাবগ্রস্তকে
the poor

(4)

فَوَيْلٌ

অতএব দুর্ভোগ
So woe

لِّلْمُصَلِّينَ

(ঐসব) সালাত আদায়কারীদের জন্য
to those who pray

(5)

ٱلَّذِينَ

যাদের (বৈশিষ্ট্য হলো)
Those who

هُمْ

তারা
[they]

عَن

সম্বন্ধে
of

صَلَاتِهِمْ

তাদের সালাত
their prayers

سَاهُونَ

উদাসীন
(are) neglectful

(6)

ٱلَّذِينَ

যাদের (বৈশিষ্ট্য হলো)
Those who

هُمْ

তারা
[they]

يُرَآءُونَ

লোকদেখানোর (কাজ করে)
make show

(7)

وَيَمْنَعُونَ

এবং দেওয়া হতে বিরত থাকে
And they deny

ٱلْمَاعُونَ

সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের
[the] small kindness

দেখানো হচ্ছেঃ থেকে ৭ পর্যন্ত, সর্বমোট ৭ টি রেকর্ডের মধ্য থেকে