শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আন-নাহাল আয়াত সংখ্যাঃ 128 - মাক্কী

(1)

أَتَىٰٓ

এসেছে
Will come

أَمْرُ

আদেশ
(the) command of Allah

ٱللَّهِ

আল্লাহ্‌র
(the) command of Allah

فَلَا

সুতরাং না
so (do) not

تَسْتَعْجِلُوهُ

তা তোমরা তাড়াহুড়া করতে চেয়ো
(be) impatient for it

سُبْحَٰنَهُۥ

তিনি পবিত্র
Glorified is He

وَتَعَٰلَىٰ

ও বহু ঊর্দ্ধে
and Exalted (is) He

عَمَّا

তা থেকে যা
above what

يُشْرِكُونَ

তারা শরীক করে
they associate

(2)

يُنَزِّلُ

অবতীর্ণ করেন
He sends down

ٱلْمَلَٰٓئِكَةَ

ফেরেশতাদেরকে
the Angels

بِٱلرُّوحِ

দিয়ে ওহী
with the inspiration

مِنْ

থেকে
of

أَمْرِهِۦ

তাঁর নির্দেশের
His Command

عَلَىٰ

উপর
upon

مَن

(তার) যাকে
whom

يَشَآءُ

ইচ্ছে করেন
He wills

مِنْ

মধ্য হ'তে
of

عِبَادِهِۦٓ

তাঁর দাসদের
His slaves

أَنْ

যে
that

أَنذِرُوٓا۟

"তোমরা সতর্ক করো
"Warn

أَنَّهُۥ

এই মর্মে যে
that [He]

لَآ

নেই
(there is) no

إِلَٰهَ

কোন ইলাহ
god

إِلَّآ

ছাড়া
except

أَنَا۠

আমি
Me

فَٱتَّقُونِ

সুতরাং তোমরা আমাকে ভয় করো"
so fear Me"

(3)

خَلَقَ

তিনি সৃষ্টি করেছেন
He created

ٱلسَّمَٰوَٰتِ

আকাশমন্ডলী
the heavens

وَٱلْأَرْضَ

ও পৃথিবী
and the earth

بِٱلْحَقِّ

দিয়ে মহাসত্য
in truth

تَعَٰلَىٰ

বহু ঊর্দ্ধে
Exalted is He

عَمَّا

তা থেকে যা
above what

يُشْرِكُونَ

তারা শরীক করে
they associate

(4)

خَلَقَ

তিনি সৃষ্টি করেছেন
He created

ٱلْإِنسَٰنَ

মানুষকে
the human kind

مِن

থেকে
from

نُّطْفَةٍ

শুক্র
a minute quantity of semen

فَإِذَا

অতঃপর যখন (সৃষ্টি হলো)
then behold

هُوَ

সে (হলো)
he

خَصِيمٌ

ঝগড়াটে
(is) an opponent

مُّبِينٌ

সুস্পষ্ট
clear

(5)

وَٱلْأَنْعَٰمَ

এবং গবাদিপশু
And the cattle

خَلَقَهَا

তিনি সৃষ্টি করেছেন তা
He created them

لَكُمْ

তোমাদের জন্যে
for you

فِيهَا

তার মধ্যে (আছে)
in them

دِفْءٌ

শীত নিবারক উপকরণ
(is) warmth

وَمَنَٰفِعُ

ও উপকারিতাসমূহ
and benefits

وَمِنْهَا

এবং তা থেকে
and from them

تَأْكُلُونَ

তোমরা খাও
you eat

(6)

وَلَكُمْ

এবং তোমাদের জন্যে
And for you

فِيهَا

তার মধ্যে (আছে)
in them

جَمَالٌ

সৌন্দর্য
(is) beauty

حِينَ

যখন
when

تُرِيحُونَ

তোমরা সন্ধ্যায় চারণভূমি থেকে আনো
you bring them in

وَحِينَ

ও যখন
and when

تَسْرَحُونَ

তোমরা সকালে চারণভূমিতে নিয়ে যাও
you take them out

(7)

وَتَحْمِلُ

এবং তা বহন করে
And they carry

أَثْقَالَكُمْ

তোমাদের ভার
your loads

إِلَىٰ

দিকে
to

بَلَدٍ

এমন শহরের
a land

لَّمْ

না
not

تَكُونُوا۟

তোমরা ছিলে
you could

بَٰلِغِيهِ

সেখানে পৌঁছাতে সক্ষম
reach it

إِلَّا

এ ছাড়া
except

بِشِقِّ

সহ কষ্ট
with great trouble

ٱلْأَنفُسِ

প্রানান্ত
(to) yourselves

إِنَّ

নিশ্চয়ই
Indeed

رَبَّكُمْ

তোমার রব
your Lord

لَرَءُوفٌ

অবশ্যই অনুগ্রহশীল
surely is Most Kind

رَّحِيمٌ

পরম দয়ালু
Most Merciful

(8)

وَٱلْخَيْلَ

এবং ঘোড়া (সৃষ্টি করেছেন)
And horses

وَٱلْبِغَالَ

ও খচ্চর
and mules

وَٱلْحَمِيرَ

ও গাধা
and donkeys

لِتَرْكَبُوهَا

জন্যে তোমাদের চড়ার
for you to ride them

وَزِينَةً

ও শোভা (স্বরূপ)
and (as) adornment

وَيَخْلُقُ

এবং তিনি সৃষ্টি করেছেন
And He creates

مَا

(কিছু) যা
what

لَا

না
not

تَعْلَمُونَ

তোমরা জানো
you know

(9)

وَعَلَى

এবং উপর
And upon

ٱللَّهِ

আল্লাহর (দায়িত্ব)
Allah

قَصْدُ

প্রদর্শন
(is) the direction

ٱلسَّبِيلِ

পথ
(of) the way

وَمِنْهَا

কিন্তু তা থেকে আছে
and among them

جَآئِرٌ

বাঁকা (পথও)
(are) crooked

وَلَوْ

এবং যদি
And if

شَآءَ

ইচ্ছে করেন
He willed

لَهَدَىٰكُمْ

অবশ্যই সৎপথে পরিচালনা করতেন তোমাদের
surely He would have guided you

أَجْمَعِينَ

সকলকেই
all

(10)

هُوَ

তিনিই (রব)
He

ٱلَّذِىٓ

যিনি
(is) the One Who

أَنزَلَ

বর্ষণ করেছেন
sends down

مِنَ

থেকে
from

ٱلسَّمَآءِ

আকাশ
the sky

مَآءً

পানি
water

لَّكُم

জন্যে তোমাদের
for you

مِّنْهُ

কিছু তার
of it

شَرَابٌ

পানীয় (পেয়ে থাকো)
(is) drink

وَمِنْهُ

এবং তা থেকে
and from it

شَجَرٌ

গাছপালা (জন্মে)
(grows) vegetation

فِيهِ

তার মধ্যে
in which

تُسِيمُونَ

তোমরা পশু চরিয়ে থাকো
you pasture your cattle

(11)

يُنۢبِتُ

তিনি উদগত করেন
He causes to grow

لَكُم

জন্যে তোমাদের
for you

بِهِ

দিয়ে তা
with it

ٱلزَّرْعَ

শস্য
the crops

وَٱلزَّيْتُونَ

ও যায়তুনসমূহ
and the olives

وَٱلنَّخِيلَ

ও খেজুরসমূহ
and the date-palms

وَٱلْأَعْنَٰبَ

ও আঙ্গুরসমূহ
and the grapes

وَمِن

এবং ধরণের
and of

كُلِّ

সব
every kind

ٱلثَّمَرَٰتِ

ফলসমূহ
(of) fruits

إِنَّ

নিশ্চয়ই
Indeed

فِى

মধ্যে (রয়েছে)
in

ذَٰلِكَ

এর
that

لَءَايَةً

অবশ্যই নিদর্শন
surely (is) a sign

لِّقَوْمٍ

লোকদের জন্যে
for a people

يَتَفَكَّرُونَ

(যারা) চিন্তা ভাবনা করে
who reflect

(12)

وَسَخَّرَ

এবং অধীন করেছেন
And He has subjected

لَكُمُ

তোমাদের জন্যে
for you

ٱلَّيْلَ

রাতকে
the night

وَٱلنَّهَارَ

ও দিনকে
and the day

وَٱلشَّمْسَ

এবং সূর্যকে
and the sun

وَٱلْقَمَرَ

ও চাঁদকে
and the moon

وَٱلنُّجُومُ

এবং তারাগুলোও
and the stars

مُسَخَّرَٰتٌۢ

অধীন হয়েছে
(are) subjected

بِأَمْرِهِۦٓ

দিয়ে তাঁর বিধান
by His command

إِنَّ

নিশ্চয়ই
Indeed

فِى

মধ্যে (রয়েছে)
in

ذَٰلِكَ

এর
that

لَءَايَٰتٍ

অবশ্যই নিদর্শনসমূহ
surely (are) signs

لِّقَوْمٍ

জন্যে লোকদের
for a people

يَعْقِلُونَ

(যারা)জ্ঞান রাখে
who use reason

(13)

وَمَا

আরো (কিছু) যা
And whatever

ذَرَأَ

সৃষ্টি করেছেন
He multiplied

لَكُمْ

তোমাদের জন্যে
for you

فِى

মধ্যে
in

ٱلْأَرْضِ

পৃথিবীর
the earth

مُخْتَلِفًا

বিভিন্ন
(of) varying

أَلْوَٰنُهُۥٓ

তার রংসমূহ
colors

إِنَّ

নিশ্চয়ই
Indeed

فِى

মধ্যে (রয়েছে)
in

ذَٰلِكَ

এর
that

لَءَايَةً

অবশ্যই নিদর্শন
surely (is) a sign

لِّقَوْمٍ

লোকদের জন্যে
for a people

يَذَّكَّرُونَ

(যারা) শিক্ষা গ্রহণ করে
who remember

(14)

وَهُوَ

এবং তিনি
And He

ٱلَّذِى

যিনি
(is) the One Who

سَخَّرَ

অধীন করেছেন
subjected

ٱلْبَحْرَ

সমুদ্রকে
the sea

لِتَأْكُلُوا۟

যেন তোমরা খেতে পারো
for you to eat

مِنْهُ

তা থেকে
from it

لَحْمًا

(মাছ) গোশত
meat

طَرِيًّا

তাজা
fresh

وَتَسْتَخْرِجُوا۟

তোমরা বের করতে পারো
and that you bring forth

مِنْهُ

তা থেকে
from it

حِلْيَةً

সৌন্দর্য শোভা (মনি-মুক্তা)
ornaments

تَلْبَسُونَهَا

তোমরা তা পরিধান করো
(that) you wear them

وَتَرَى

এবং দেখছো
And you see

ٱلْفُلْكَ

নৌযানসমূহকে
the ships

مَوَاخِرَ

পানি বিদীর্ণকারী
ploughing

فِيهِ

তার মধ্যে
through it

وَلِتَبْتَغُوا۟

এবং যেন তোমরা সন্ধান করতে পারো
and that you may seek

مِن

থেকে
of

فَضْلِهِۦ

তাঁর অনুগ্রহ
His Bounty

وَلَعَلَّكُمْ

এবং তোমরা যাতে
and that you may

تَشْكُرُونَ

কৃতজ্ঞতা প্রকাশ করো
(be) grateful

(15)

وَأَلْقَىٰ

এবং তিনি স্থাপন করেছেন
And He has cast

فِى

মধ্যে
in

ٱلْأَرْضِ

পৃথিবীর
the earth

رَوَٰسِىَ

পর্বতসমূহকে
firm mountains

أَن

(এমন না হয়) যে
lest

تَمِيدَ

হেলে যায়
it should shake

بِكُمْ

তোমাদের নিয়ে
with you

وَأَنْهَٰرًا

ও নদীসমূহ
and rivers

وَسُبُلًا

এবং রাস্তাসমূহ
and roads

لَّعَلَّكُمْ

যাতে তোমরা
so that you may

تَهْتَدُونَ

পথের সন্ধান পাও
be guided

(16)

وَعَلَٰمَٰتٍ

ও (যমীনে) পথনির্ণায়ক চিহ্নসমূহ
And landmarks

وَبِٱلنَّجْمِ

এবং সাহায্যে নক্ষত্রের
And by the stars

هُمْ

তারা
they

يَهْتَدُونَ

পথ নির্দেশ পায়
guide themselves

(17)

أَفَمَن

তবে কি যিনি
Then is He Who

يَخْلُقُ

সৃষ্টি করেছেন
creates

كَمَن

(তার) মতো যে
like one who

لَّا

না
(does) not

يَخْلُقُ

সৃষ্টি করে (কোন কিছুই)
create?

أَفَلَا

তবুও কি না
Then will you not

تَذَكَّرُونَ

তোমরা শিক্ষা গ্রহণ করবে
remember?

(18)

وَإِن

এবং যদি
And if

تَعُدُّوا۟

তোমরা গণনা করো
you should count

نِعْمَةَ

অনুগ্রহকে
the Favors of Allah

ٱللَّهِ

আল্লাহর
the Favors of Allah

لَا

না
not

تُحْصُوهَآ

তার সংখ্যা নির্ণয় করতে পারবে
you could enumerate them

إِنَّ

নিশ্চয়ই
Indeed

ٱللَّهَ

আল্লাহ্‌
Allah

لَغَفُورٌ

অবশ্যই ক্ষমাশীল
(is) Oft-Forgiving

رَّحِيمٌ

পরম দয়ালু
Most Merciful

(19)

وَٱللَّهُ

এবং আল্লাহ্‌
And Allah

يَعْلَمُ

জানেন
knows

مَا

যা
what

تُسِرُّونَ

তোমরা গোপন রাখো
you conceal

وَمَا

এবং যা
and what

تُعْلِنُونَ

তোমরা প্রকাশ করো
you reveal

(20)

وَٱلَّذِينَ

এবং যারা
And those whom

يَدْعُونَ

ডাকে
they invoke

مِن

থেকে
besides

دُونِ

ছাড়া
besides

ٱللَّهِ

আল্লাহকে
Allah

لَا

না
not

يَخْلُقُونَ

তারা সৃষ্টি করে
they create

شَيْـًٔا

কোনো কিছু
anything

وَهُمْ

বরং তাদেরকে
but (are) themselves

يُخْلَقُونَ

সৃষ্টি করা হয়েছে
created

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ১২৮ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 6 7 পরের পাতা »