শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ সোয়াদ আয়াত সংখ্যাঃ 88 - মাক্কী

(1)

صٓ

সাদ
Saad

وَٱلْقُرْءَانِ

কোরআনের শপথ
By the Quran

ذِى

পূর্ণ
full (of) reminder

ٱلذِّكْرِ

উপদেশ
full (of) reminder

(2)

بَلِ

কিন্তু
Nay

ٱلَّذِينَ

যারা
those who

كَفَرُوا۟

অস্বীকার করেছে
disbelieve

فِى

মধ্যে (লিপ্ত)
(are) in

عِزَّةٍ

ঔদ্ধত্যের
self-glory

وَشِقَاقٍ

ও বিরোধীতার
and opposition

(3)

كَمْ

কত (জাতিকেই)
How many

أَهْلَكْنَا

আমরা ধ্বংস করেছি
We destroyed

مِن

পূর্বে
before them

قَبْلِهِم

তাদের
before them

مِّن

মধ্যে হতে
of

قَرْنٍ

জাতিসমূহের
a generation

فَنَادَوا۟

তারা তখন চিৎকার করেছে
then they called out

وَّلَاتَ

কিন্তু আর ছিলো না
when there (was) no longer

حِينَ

সময়
time

مَنَاصٍ

মুক্তি লাভের
(for) escape

(4)

وَعَجِبُوٓا۟

এবং অবাক হয়েছে তারা
And they wonder

أَن

যে
that

جَآءَهُم

তাদের কাছে এসেছে
has come to them

مُّنذِرٌ

একজন সতর্ককারী
a warner

مِّنْهُمْ

তাদেরই মধ্য হ'তে
from among themselves

وَقَالَ

এবং বললো
And said

ٱلْكَٰفِرُونَ

কাফিররা
the disbelievers

هَٰذَا

"এই (ব্যক্তি)
"This

سَٰحِرٌ

যাদুকর
(is) a magician

كَذَّابٌ

বড় মিথ্যাবাদী
a liar

(5)

أَجَعَلَ

সাব্যস্ত করেছে কি সে
Has he made

ٱلْءَالِهَةَ

সব উপাস্যকে
the gods

إِلَٰهًا

ইলাহ
(into) one god?

وَٰحِدًا

একই
(into) one god?

إِنَّ

নিশ্চয়ই
Indeed

هَٰذَا

এটা
this

لَشَىْءٌ

অবশ্যই ব্যাপার
(is) certainly a thing

عُجَابٌ

আজব"
curious"

(6)

وَٱنطَلَقَ

এবং সরে পড়লো
And went forth

ٱلْمَلَأُ

প্রধানেরা
the chiefs

مِنْهُمْ

তাদের মধ্যকার
among them

أَنِ

(এই বলে) যে,
that

ٱمْشُوا۟

"তোমরা চলে যাও
"Continue

وَٱصْبِرُوا۟

ও তোমরা অবিচল থাকো
and be patient

عَلَىٰٓ

উপর
over

ءَالِهَتِكُمْ

তোমাদের উপাস্যদের (উপাসনায়)
your gods

إِنَّ

নিশ্চয়ই
Indeed

هَٰذَا

এই
this

لَشَىْءٌ

ব্যাপার অবশ্যই
(is) certainly a thing

يُرَادُ

উদ্দেশ্যমূলক
intended

(7)

مَا

না
Not

سَمِعْنَا

আমরা শুনেছি
we heard

بِهَٰذَا

এ সম্পর্কে
of this

فِى

মধ্যে
in

ٱلْمِلَّةِ

জাতি-ধর্মগুলোতে
the religion

ٱلْءَاخِرَةِ

(অতীতের) অন্যান্য
the last

إِنْ

নয়
Not

هَٰذَآ

এটা
(is) this

إِلَّا

ব্যতীত
but

ٱخْتِلَٰقٌ

মনগড়া কথা
a fabrication

(8)

أَءُنزِلَ

কি অবতরণ করা হয়েছে
Has been revealed

عَلَيْهِ

তার উপর
to him

ٱلذِّكْرُ

কোরআন (কিতাব)
the Message

مِنۢ

হ'তে
from

بَيْنِنَا

আমাদের মধ্যে"
among us?"

بَلْ

বরং
Nay

هُمْ

তারা
They

فِى

মধ্যে (আছে)
(are) in

شَكٍّ

সন্দেহের
doubt

مِّن

সম্পর্কে
about

ذِكْرِى

আমার কোরআন (অর্থাৎ কিতাব)
My Message

بَل

বরং
Nay

لَّمَّا

করে নি
not

يَذُوقُوا۟

তারা স্বাদ গ্রহণ
they have tasted

عَذَابِ

আমার শাস্তির
My punishment

(9)

أَمْ

তবে কি
Or

عِندَهُمْ

কাছে আছে তাদের
have they

خَزَآئِنُ

ভান্ডারসমূহ
(the) treasures

رَحْمَةِ

অনুগ্রহের
(of the) Mercy

رَبِّكَ

তোমার রবের
(of) your Lord

ٱلْعَزِيزِ

(যিনি) পরাক্রমশালী
the All-Mighty

ٱلْوَهَّابِ

মহান দাতা
the Bestower?

(10)

أَمْ

না কি
Or

لَهُم

তাদের আছে
for them

مُّلْكُ

সার্বভৌমত্ব
(is the) dominion

ٱلسَّمَٰوَٰتِ

আকাশের
(of) the heavens

وَٱلْأَرْضِ

ও পৃথিবীর
and the earth

وَمَا

এবং যা (আছে)
and whatever

بَيْنَهُمَا

তাদের উভয়ের মাঝে
(is) between them?

فَلْيَرْتَقُوا۟

তারা আরোহণ করুক তাহ'লে
Then let them ascend

فِى

সাহায্যে
by

ٱلْأَسْبَٰبِ

(উচ্চজগতের) সিঁড়ির
the means

(11)

جُندٌ

(এটা তো) একটি বাহিনী
Soldiers

مَّا

যা
there

هُنَالِكَ

এখানেই (মাক্কায়)
there

مَهْزُومٌ

পরাজিত হবে
(they will be) defeated

مِّنَ

মধ্য হ'তে
among

ٱلْأَحْزَابِ

(অনেকগুলো) বহু বাহিনীর
the companies

(12)

كَذَّبَتْ

মিথ্যারোপ করেছিলো
Denied

قَبْلَهُمْ

তাদের পূর্বে
before them

قَوْمُ

জাতি
(the) people

نُوحٍ

নূহের
(of) Nuh

وَعَادٌ

ও আ'দ
and Aad

وَفِرْعَوْنُ

ও ফিরআউনের
and Firaun

ذُو

অধিপতি
(the) owner

ٱلْأَوْتَادِ

কিলক ও স্তম্ভসমূহের
(of) the stakes

(13)

وَثَمُودُ

ও সামূদ
And Thamud

وَقَوْمُ

ও জাতি
and (the) people

لُوطٍ

লূতের
(of) Lut

وَأَصْحَٰبُ

ও অধিবাসী
and (the) companions

لْـَٔيْكَةِ

আইকা’র
(of) the wood

أُو۟لَٰٓئِكَ

ঐ সবই (ছিলো)
Those

ٱلْأَحْزَابُ

(বিশাল) সম্মিলিত বাহিনী
(were) the companies

(14)

إِن

না
Not

كُلٌّ

কেউই (ছিলো)
all (of them)

إِلَّا

এ ব্যতীত যে
but

كَذَّبَ

মিথ্যারোপ করতো
denied

ٱلرُّسُلَ

রাসূলগণকে
the Messengers

فَحَقَّ

অতঃপর কার্যকর হয়েছিলো
so was just

عِقَابِ

আমার শাস্তি
My penalty

(15)

وَمَا

এবং না
And not

يَنظُرُ

অপেক্ষা করছে
await

هَٰٓؤُلَآءِ

এই সব (লোক)
these

إِلَّا

এ ব্যতীত
but

صَيْحَةً

মহা গর্জনের
a shout

وَٰحِدَةً

একটি (মাত্র)
one;

مَّا

না
not

لَهَا

তার জন্যে (থাকবে)
for it

مِن

কোনো
any

فَوَاقٍ

দম ফেলার অবকাশ
delay

(16)

وَقَالُوا۟

ও তারা বলে
And they say

رَبَّنَا

"হে আমাদের রব
"Our Lord!

عَجِّل

শীঘ্র দাও
Hasten

لَّنَا

আমাদের জন্যে
for us

قِطَّنَا

আমাদের পাওনা
our share

قَبْلَ

পূর্বেই
before

يَوْمِ

দিনের
(the) Day

ٱلْحِسَابِ

বিচারের"
(of) the Account"

(17)

ٱصْبِرْ

(হে নাবী) ধৈর্য্য ধরো
Be patient

عَلَىٰ

উপর
over

مَا

যা
what

يَقُولُونَ

তারা বলছে
they say

وَٱذْكُرْ

এবং স্মরণ করো
and remember

عَبْدَنَا

আমাদের দাস
Our slave

دَاوُۥدَ

দাউদের (ঘটনা)
Dawood

ذَا

অধিকারী
the possessor of strength

ٱلْأَيْدِ

(যে ছিলো) শক্তির
the possessor of strength

إِنَّهُۥٓ

নিশ্চয়ই সে (ছিলো)
Indeed, he (was)

أَوَّابٌ

(আল্লাহ) অভিমুখী
repeatedly turning

(18)

إِنَّا

নিশ্চযই় আমরা
Indeed We

سَخَّرْنَا

আমরা বশ করে দিয়েছিলাম
subjected

ٱلْجِبَالَ

পাহাড়সমূহকে
the mountains

مَعَهُۥ

তার সাথে
with him

يُسَبِّحْنَ

তারা পবিত্র মহিমা ঘোষণা করতো
glorifying

بِٱلْعَشِىِّ

সন্ধ্যায়
in the evening

وَٱلْإِشْرَاقِ

ও সকালে
and [the] sunrise

(19)

وَٱلطَّيْرَ

এবং পাখিগুলো
And the birds

مَحْشُورَةً

সমবেত হতো
assembled

كُلٌّ

প্রত্যেকে (ছিলো)
all

لَّهُۥٓ

তাঁরই
with him

أَوَّابٌ

অভিমুখী (ও অনুগত)
repeatedly turning

(20)

وَشَدَدْنَا

এবং আমরা সুদৃঢ় করেছিলাম
And We strengthened

مُلْكَهُۥ

তার রাজত্বকে
his kingdom

وَءَاتَيْنَٰهُ

এবং তাকে আমরা দিয়েছিলাম
and We gave him

ٱلْحِكْمَةَ

প্রজ্ঞা
[the] wisdom

وَفَصْلَ

ও চূড়ান্তকারী
and decisive

ٱلْخِطَابِ

বাগ্মিতা
speech

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৮৮ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 পরের পাতা »