শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-জাসিয়া আয়াত সংখ্যাঃ 37 - মাক্কী

(1)

حمٓ

হা-মীম
Ha Meem

(2)

تَنزِيلُ

অবতীর্ণ করা
(The) revelation

ٱلْكِتَٰبِ

এই কিতাব
(of) the Book

مِنَ

পক্ষ হতে
(is) from

ٱللَّهِ

আল্লাহর
Allah

ٱلْعَزِيزِ

(যিনি) পরাক্রমশালী
the All-Mighty

ٱلْحَكِيمِ

প্রজ্ঞাময়
the All-Wise

(3)

إِنَّ

নিশ্চয়ই
Indeed

فِى

মধ্যে রয়েছে
in

ٱلسَّمَٰوَٰتِ

আকাশমণ্ডলীর
the heavens

وَٱلْأَرْضِ

ও পৃথিবীর
and the earth

لَءَايَٰتٍ

অবশ্যই নির্দশনাবলী
surely (are) Signs

لِّلْمُؤْمِنِينَ

মু'মিনদের জন্যে
for the believers

(4)

وَفِى

এবং মধ্যেও
And in

خَلْقِكُمْ

তোমাদের সৃষ্টির
your creation

وَمَا

এবং যা কিছু
and what

يَبُثُّ

তিনি (যমীনে) ছড়িয়ে দিয়েছেন
He disperses

مِن

থেকে
of

دَآبَّةٍ

জীবজন্তু
(the) moving creatures

ءَايَٰتٌ

নিদর্শনাবলী (রয়েছে)
(are) Signs

لِّقَوْمٍ

লোকদের জন্যে
for a people

يُوقِنُونَ

(যারা) দৃঢ় বিশ্বাস করে
who are certain

(5)

وَٱخْتِلَٰفِ

এবং পরিবর্তনে
And (in the) alternation

ٱلَّيْلِ

রাতের
(of) the night

وَٱلنَّهَارِ

ও দিনের
and the day

وَمَآ

এবং যা কিছু
and what

أَنزَلَ

অবতীর্ণ করেন
Allah sends down

ٱللَّهُ

আল্লাহ
Allah sends down

مِنَ

থেকে
from

ٱلسَّمَآءِ

আকাশ
the sky

مِن

মধ্য থেকে
of

رِّزْقٍ

আহার্য (অর্থাৎ পানি)
(the) provision

فَأَحْيَا

অতঃপর জীবন্ত করেন
and gives life

بِهِ

তা দিয়ে
thereby

ٱلْأَرْضَ

পৃথিবীকে
(to) the earth

بَعْدَ

পরে
after

مَوْتِهَا

তার মৃত্যুর
its death

وَتَصْرِيفِ

এবং আবর্তনে
and (in) directing of

ٱلرِّيَٰحِ

বায়ুর
(the) winds

ءَايَٰتٌ

নির্দশনাবলী (রয়েছে)
(are) Signs

لِّقَوْمٍ

লোকদের জন্যে (যারা)
for a people

يَعْقِلُونَ

বুদ্ধিবিবেক কাজে লাগায়
who reason

(6)

تِلْكَ

এসব
These

ءَايَٰتُ

নির্দশনাবলী
(are the) Verses

ٱللَّهِ

আল্লাহর
(of) Allah

نَتْلُوهَا

তার আবৃত্তি/ তিলাওয়াত করছি আমরা
We recite them

عَلَيْكَ

তোমার কাছে
to you

بِٱلْحَقِّ

যথাযথভাবে
in truth

فَبِأَىِّ

সুতরাং কোন
Then in what

حَدِيثٍۭ

কথার (উপর)
statement

بَعْدَ

পরে
after

ٱللَّهِ

আল্লাহর
Allah

وَءَايَٰتِهِۦ

ও তাঁর আয়াত গুলোর
and His Verses

يُؤْمِنُونَ

তারা বিশ্বাস করবে?
will they believe?

(7)

وَيْلٌ

দুর্ভোগ
Woe

لِّكُلِّ

প্রত্যেকের জন্য
to every

أَفَّاكٍ

ঘোর মিথ্যাবাদীর
liar

أَثِيمٍ

পাপীর
sinful

(8)

يَسْمَعُ

(যে) শুনে
Who hears

ءَايَٰتِ

আয়াত সমূহ
(the) Verses

ٱللَّهِ

আল্লাহর
(of) Allah

تُتْلَىٰ

পাঠ করা হয় (যা)
recited

عَلَيْهِ

তার কাছে
to him

ثُمَّ

এরপর
then

يُصِرُّ

অটল থাকে
persists

مُسْتَكْبِرًا

ঔদ্ধত্যের সাথে
arrogantly

كَأَن

যেন
as if

لَّمْ

নি
not

يَسْمَعْهَا

তা শুনেই
he heard them

فَبَشِّرْهُ

তাই তাকে সুসংবাদ দাও
So give him tidings

بِعَذَابٍ

শাস্তির
(of) a punishment

أَلِيمٍ

যন্ত্রণাদায়ক
painful

(9)

وَإِذَا

এবং যখন
And when

عَلِمَ

সে অবগত হয়
he knows

مِنْ

মধ্য হতে
of

ءَايَٰتِنَا

আমাদের আয়াত সমূহের
Our Verses

شَيْـًٔا

কোনো কিছু
anything

ٱتَّخَذَهَا

সে গ্রহণ করে তা
he takes them

هُزُوًا

বিদ্রুপ রূপে
(in) ridicule

أُو۟لَٰٓئِكَ

ঐসব লোক
Those -

لَهُمْ

তাদের জন্যে রয়েছে
for them

عَذَابٌ

শাস্তি
(is) a punishment

مُّهِينٌ

অপমানকর
humiliating

(10)

مِّن

থেকে
Before them

وَرَآئِهِمْ

তাদের পিছনে (রয়েছে)
Before them

جَهَنَّمُ

জাহান্নাম
(is) Hell

وَلَا

এবং না
and not

يُغْنِى

কাজে আসবে
will avail

عَنْهُم

তাদের জন্যে
them

مَّا

যা কিছু
what

كَسَبُوا۟

তারা অর্জন করেছে
they had earned

شَيْـًٔا

(তার) কোন কিছুই
anything

وَلَا

এবং না
and not

مَا

যা কিছু
what

ٱتَّخَذُوا۟

তারা গ্রহণ করেছে
they had taken

مِن

মধ্য হতে
besides

دُونِ

ছাড়া/ পরিবর্তে
besides

ٱللَّهِ

আল্লাহকে
Allah

أَوْلِيَآءَ

অভিভাবক রূপে
(as) protectors

وَلَهُمْ

এবং তাদের জন্যে রয়েছে
And for them

عَذَابٌ

শাস্তি
(is) a punishment

عَظِيمٌ

ভয়ানক
great

(11)

هَٰذَا

এই (কুরআন)
This

هُدًى

সৎপথের দিশারি
(is) guidance

وَٱلَّذِينَ

এবং যারা
And those who

كَفَرُوا۟

অস্বীকার করেছে
disbelieve

بِـَٔايَٰتِ

নিদর্শনাবলীকে
in (the) Verses

رَبِّهِمْ

তাদের রবের
(of) their Lord

لَهُمْ

তাদের জন্যে রয়েছে
for them

عَذَابٌ

শাস্তি
(is) a punishment

مِّن

থেকে
of

رِّجْزٍ

(বড় কঠিন) শাস্তি
filth

أَلِيمٌ

যন্ত্রণাদায়ক
painful

(12)

ٱللَّهُ

(তিনিই) আল্লাহ
Allah

ٱلَّذِى

যিনি
(is) the One Who

سَخَّرَ

অধীন করে দিয়েছেন
subjected

لَكُمُ

তোমাদের জন্যে
to you

ٱلْبَحْرَ

সমুদ্রকে
the sea

لِتَجْرِىَ

যেন চলাচল করতে থাকে
that may sail

ٱلْفُلْكُ

নৌযানসমূহ
the ships

فِيهِ

তার মধ্যে
therein

بِأَمْرِهِۦ

তাঁর নির্দেশের মাধ্যমে
by His Command

وَلِتَبْتَغُوا۟

এবং যেন তোমরা সন্ধান করতে পার
and that you may seek

مِن

হতে
of

فَضْلِهِۦ

তাঁর অনুগ্রহ
His Bounty

وَلَعَلَّكُمْ

এবং যাতে তোমরা
and that you may

تَشْكُرُونَ

কৃতজ্ঞ হও
give thanks

(13)

وَسَخَّرَ

এবং অধীন করে দিয়েছেন
And He has subjected

لَكُم

তোমাদের জন্যে
to you

مَّا

যা কিছু
whatever

فِى

মধ্যে আছে
(is) in

ٱلسَّمَٰوَٰتِ

আকাশের
the heavens

وَمَا

ও যা কিছু
and whatever

فِى

মধ্যে আছে
(is) in

ٱلْأَرْضِ

পৃথিবীর
the earth -

جَمِيعًا

সবকিছুকেই
all

مِّنْهُ

তাঁর নিকট হতে
from Him

إِنَّ

নিশ্চয়ই
Indeed

فِى

মধ্যে রয়েছে
in

ذَٰلِكَ

এর
that

لَءَايَٰتٍ

অবশ্যই নিদর্শনাবলী
surely are Signs

لِّقَوْمٍ

লোকদের জন্যে (যারা)
for a people

يَتَفَكَّرُونَ

চিন্তাভাবনা করে
who give thought

(14)

قُل

(হে নাবী) বলো
Say

لِّلَّذِينَ

(তাদের)-কে যারা
to those who

ءَامَنُوا۟

ঈমান এনেছে
believe

يَغْفِرُوا۟

তারা যেন ক্ষমা করে
(to) forgive

لِلَّذِينَ

(তাদের)-কে যারা
those who

لَا

না
(do) not

يَرْجُونَ

প্রত্যাশা করে
hope

أَيَّامَ

(খারাপ) দিনগুলোর
(for the) days

ٱللَّهِ

আল্লাহর
(of) Allah;

لِيَجْزِىَ

যেন প্রতিদান দেন তিনি
that He may recompense

قَوْمًۢا

লোকদেরকে
a people

بِمَا

এ বিষয়ে যা
for what

كَانُوا۟

তারা
they used (to)

يَكْسِبُونَ

অর্জন করছিল
earn

(15)

مَنْ

যে
Whoever

عَمِلَ

কাজ করবে
does

صَٰلِحًا

সৎ
a righteous deed

فَلِنَفْسِهِۦ

তা তার নিজের জন্যে
then it is for his soul

وَمَنْ

এবং যে
and whoever

أَسَآءَ

মন্দ করবে
does evil

فَعَلَيْهَا

তা তার উপর পড়বে
then it (is) against it

ثُمَّ

এরপর
Then

إِلَىٰ

দিকে
to

رَبِّكُمْ

তোমার রবের
your Lord

تُرْجَعُونَ

তোমাদেরকে ফিরিয়ে আনা হবে
you will be returned

(16)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই
And certainly

ءَاتَيْنَا

আমরা দিয়েছিলাম
We gave

بَنِىٓ

বনী
(the) Children of Israel

إِسْرَٰٓءِيلَ

ইসরাইলকে
(the) Children of Israel

ٱلْكِتَٰبَ

কিতাব
the Book

وَٱلْحُكْمَ

ও কর্তৃত্ব
and the wisdom

وَٱلنُّبُوَّةَ

ও নবুয়ত
and the Prophethood

وَرَزَقْنَٰهُم

এবং তাদের আমরা জীবিকা দিয়েছিলাম
and We provided them

مِّنَ

হতে
of

ٱلطَّيِّبَٰتِ

উত্তম বস্তু
the good things

وَفَضَّلْنَٰهُمْ

এবং আমরা তাদেরকে মর্যাদা দিয়েছিলাম
and We preferred them

عَلَى

উপর
over

ٱلْعَٰلَمِينَ

সারা দুনিয়ার (মানুষের)
the worlds

(17)

وَءَاتَيْنَٰهُم

এবং তাদেরকে আমরা দিয়েছি
And We gave them

بَيِّنَٰتٍ

সুস্পষ্ট প্রমাণ
clear proofs

مِّنَ

সম্পর্কে
of

ٱلْأَمْرِ

(দ্বীনের) নির্দেশ
the matter

فَمَا

অতঃপর নি
And not

ٱخْتَلَفُوٓا۟

(মতবিরোধ করেছিল) বাড়াবাড়ি করে
they differed

إِلَّا

কিন্তু
except

مِنۢ

মধ্য হতে
after

بَعْدِ

এরপরে
after

مَا

যা
[what]

جَآءَهُمُ

তাদের কাছে এসেছিল
came to them

ٱلْعِلْمُ

(নির্ভুল) জ্ঞান
the knowledge

بَغْيًۢا

বাড়াবাড়ি করে
(out of) envy

بَيْنَهُمْ

তাদের মাঝে
between themselves

إِنَّ

নিশ্চয়ই
Indeed

رَبَّكَ

তোমার রব
your Lord

يَقْضِى

মীমাংসা করে দিবেন
will judge

بَيْنَهُمْ

তাদের মাঝে
between them

يَوْمَ

দিনে
(on the) Day

ٱلْقِيَٰمَةِ

কিয়ামতের
(of) the Resurrection

فِيمَا

সে বিষয়ে
about what

كَانُوا۟

তারা ছিল
they used (to)

فِيهِ

যার মধ্যে
therein

يَخْتَلِفُونَ

মতবিরোধ করত
differ

(18)

ثُمَّ

এরপর
Then

جَعَلْنَٰكَ

তোমাকে আমরা প্রতিষ্ঠিত করেছি
We put you

عَلَىٰ

উপর
on

شَرِيعَةٍ

শরীয়তের
an ordained way

مِّنَ

সম্পর্কিত
of

ٱلْأَمْرِ

(দ্বীনের) নির্দেশ
the matter;

فَٱتَّبِعْهَا

তাই তার অনুসরণ করো
so follow it

وَلَا

এবং না
and (do) not

تَتَّبِعْ

অনুসরণ করো
follow

أَهْوَآءَ

খেয়াল খুশির
(the) desires

ٱلَّذِينَ

(তাদের) যারা
(of) those who

لَا

না
(do) not

يَعْلَمُونَ

জানে
know

(19)

إِنَّهُمْ

তারা নিশ্চয়ই
Indeed they

لَن

কখনও না
never

يُغْنُوا۟

তারা কাজে আসবে
will avail

عَنكَ

তোমার জন্যে
you

مِنَ

(পাকড়াও) হতে
against

ٱللَّهِ

আল্লাহর
Allah

شَيْـًٔا

কিছুমাত্র
(in) anything

وَإِنَّ

এবং নিশ্চয়ই
And indeed

ٱلظَّٰلِمِينَ

সীমালঙ্ঘনকারীরা
the wrongdoers

بَعْضُهُمْ

তাদের একে
some of them

أَوْلِيَآءُ

বন্ধু
(are) allies

بَعْضٍ

অপরের
(of) others

وَٱللَّهُ

এবং আল্লাহ
and Allah

وَلِىُّ

বন্ধু
(is the) Protector

ٱلْمُتَّقِينَ

মুত্তাকীদের
(of) the righteous

(20)

هَٰذَا

এটা
This

بَصَٰٓئِرُ

(সঠিক পথের) আলো
(is) enlightenment

لِلنَّاسِ

সব লোকের জন্যে
for mankind

وَهُدًى

এবং পথনির্দেশ
and guidance

وَرَحْمَةٌ

ও অনুগ্রহ
and mercy

لِّقَوْمٍ

(এমন) লোকদের জন্যে
for a people

يُوقِنُونَ

(যারা) দৃঢ় বিশ্বাস করে
who are certain

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৩৭ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 পরের পাতা »